গুরুর গদি কেড়ে নিল শিষ্য!

ক্রীড়ো ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৩৭| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪১
অ- অ+

কার্লোস আনসেলোত্তির বরখাস্ত হওয়ার পর থেকেই নাপোলির নতুন ম্যানেজার হিসেবে শোনা যাচ্ছিল সাবেক এসি মিলান মিডফিল্ডার জেনারো গাত্তুসোর নাম। আনসেলোত্তির বরখাস্ত হওয়ার এক দিন না পেরুতেই সে খবরটাই নিশ্চিত করল নাপোলি। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে গাত্তুসোকে স্বাগত জানিয়েছেন নাপোলি প্রেসিডেন্ট অরেলিও ডি লরেন্তিস। গাত্তুসোর পেশাদারি এবং কোচিং ক্যারিয়ারে সিরিআ লিগের সাথে সম্পৃক্ততার কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন নাপোলি সভাপতি।

গাত্তুসো নাপোলিতে যার স্থলাভিষিক্ত হচ্ছেন, সেই আনসেলোত্তির অধীনেই মিলানে খেলেছিলেন। সাবেক এই রিয়াল কোচের অধীনেই মিলানের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ এবং একবার সিরিআ শিরোপাও জিতেছিলেন তিনি। এমনকি নিজের কোচ আনসেলোত্তিকে পিতার মতো শ্রদ্ধা করেন বলেও জানিয়েছিলেন গাত্তুসো।

গেঙ্ককে ৪-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার কয়েক ঘণ্টার মধ্যেই আনসেলোত্তির বরখাস্ত হওয়ার ঘটনায় বেশ বিস্মিতই হয়েছে ইউরোপ। তবে ৯ ম্যাচ পর জয়, প্রেসিডেন্টের সাথে অন্তর্কোন্দলে ফুটবলারদের পক্ষ নেওয়া- এসব কারণেই আনসেলোত্তিকে বরখাস্ত করেছে নাপোলি।

গত বছর নাপোলির ম্যানেজার হওয়ার সময় আনসেলোত্তি জানিয়েছিলেন; ভবিষ্যতে প্রিমিয়ার লিগে ফিরতে চান তিনি। কিছুদিন আগেই বরখাস্ত হয়েছেন আর্সেনাল ম্যানেজার উনাই এমেরি, তার জায়গায় আসা ফ্রেডি ইউনবার্গের অধীনেও ধুঁকছে আর্সেনাল। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলছেন অনেকেই; আর্সেনালের নতুন ম্যানেজার হিসেবে দেখা যেতে পারে আনসেলোত্তিকে, এমনটাই জানিয়েছে ডেইলি মেইল।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা