সাভারে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:০৬
অ- অ+

সাভারের অবৈধ অস্ত্র ও গুলিসহ আবু তালেব নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। তিনি কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য।

শুক্রবার সন্ধ্যায় কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ইউপি সদস্য কাউন্দিয়ার সাদারবাড়ি এলাকার মৃত গেদু মিয়ার ছেলে।

র‌্যাব-৪ মিরপুর শাখার অধিনায়ক মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কাউন্দিয়া ইউনিয়নের সদস্য আবু তালেবের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় বাড়ি থেকে একটি অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

অবৈধ অস্ত্র দেখিয়ে ওই ইউপি সদস্য বিভিন্ন সময় এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ আছে।

আবু তালেবের বিরুদ্ধে মামলা দেওয়ার পর রাতেই তাকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছিলেন র‌্যাবের ওই কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/আইআই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা