খুলনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:০২
অ- অ+

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফ বিল্লাহ ওরফে রাজন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রাজন সোনাডাঙ্গা মডেল থানার আইডিয়াল কলেজের সামনের মল্লিক সড়কের বাসিন্দা এ কে এম আলী হোসেনের ছেলে। এছাড়া ধর্ষণের শিকার ওই ছাত্রী খুলনা মহানগরীর একটি মহিলা কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পূর্ব পরিচয়ের জের ধরে মঙ্গলবার বিকালে ওই মাদ্রাসা ছাত্রীকে সোনাডাঙ্গা মডেল থানার আইডিয়াল কলেজের সামনের মল্লিক সড়কের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে রাজন। এ ঘটনা কাউকে না বলতে তাকে নিষেধ করা হয়। বিষয়টি ওই ছাত্রী বাসায় ফিরে তার মাকে জানায়। এরপর তারা থানা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে। পরে পুলিশ মঙ্গলবার গভীর রাতে নগরীর দৌলতপুর থানা এলাকা থেকে রাজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রী সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা