মহাসড়কে নৈশপ্রহরীর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ১৫:৫৩| আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৫:৫৭
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা থেকে নাছির উদ্দিন নামে এক নৈশপ্রহরীর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড। সোমবার লাশ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে রক্তমাখা কম্বলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে ইলিয়টগঞ্জ ফাঁড়ি পুলিশ।

নিহত নাছির উদ্দিন উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের রবিউল্লাহর ছেলে। তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী, পারিবারিক সূত্র ও মার্কেটের মালিক নাজমুল হাসান মোহনের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের প্রায় ৫০ গজ দক্ষিণ পাশে বাচ্চু মিয়া চেয়ারম্যান মার্কেটে ছোট একটি চা দোকানে ব্যবসার পাশাপাশি নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন নিহতের বাবা রবিউল্লাহ। বাবার শারীরিক অথবা পারিবারিক সমস্যা হলে তার পরিবর্তে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন তিনি। ভোরে নাছিরের বাবা দোকানের সামনে এসে রক্ত দেখে চিৎকার করলে লোকজন ছুটে এসে চারদিক খুঁজতে গিয়ে মহাসড়কে নিহতের শরীরের বিভিন্ন অঙ্গ পড়ে থাকতে দেখে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, ঘটনাস্থলে প্রাথমিক তদন্তের কাজ ও মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
রাজশাহীতে আম সংগ্রহ-বাজারজাতকরণ শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা