শোয়েব আখতারকে ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কান যুবক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ১৪:৫২
অ- অ+

তার ডেলিভারি অ্যাকশন অনেকটাই লাসিথ মালিঙ্গার মতো৷ ক্রিকেটমহলে তাকে অনেকেই ‘নতুন মালিঙ্গা’ বলতে শুরু করেছেন৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেই শোয়েব আখতারের গতিকেও ছাপিয়ে বিশ্বরেকর্ড করলেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা বছর সতেরোর মাথিশা পাথিরানা৷

রবিবার ব্লুমফন্টেনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে বল করে ক্রিকেটমহলে হইচই ফেলে দিয়েছেন দ্বীপরাষ্ট্রের এই তরুণ ফাস্ট বোলার৷ স্পিডো গান ঠিক হলে শোয়েব আখতারকে ছাপিয়ে বিশ্বরেকর্ড করে ফেলেছেন পাথিরানা৷ যদিও আইসিসির তরফে এখনও কোনও এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷

আইসিসির খাতায় এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের দ্রুততম ডেলিভারির মালিক শোয়েব আখতার৷ ২০০৩ বিশ্বকাপে নিউল্যান্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করে রেকর্ড গড়েছিলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। আইসিসির খাতায় এটাই বিশ্বের দ্রুততম ডেলিভারি৷ শোয়েবের কাছাকাছি বোলিং করে তাঁর পিছনে রয়েছেন দুই অজি পেসার শন টেট ও ব্রেট লি৷ প্রাক্তন পাক পেসারের কাছাকাছি গতিতে বল করেছিলেন।

দুই অজি বোলারের বলের গতিবেগ ছিল ঘন্টায় ১৬১.১ কিলোমিটার। ২০০৫-এ নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড করেন লি৷ আর ২০১০ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড ছিল টেটের৷ রবিবার ব্লুমফন্টেনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এঁদের সকলকে ছাপিয়ে যান পাথিরানা৷

ম্যাচের চতুর্থ ওভারে পাথিরানার হাত থেকে বের হয় এই ডেলিভারি। ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল তখন ব্যাট করছিলেন। বলটি পিচে পড়ে লেগ স্টাম্পের অনেকটাই বাইরে দিয়ে চলে যায়। স্পিড গানে দেখা যায় ডেলিভারিটির গতি ঘন্টায় ১৭৫ কিলোমিটার অর্থাৎ প্রতি ঘন্টায় ১০৮ মাইল। এর পরেই ক্রিকেটমহলে জোর আলোচনা শুরু হয়। কিন্তু সংশয় রয়েছে স্পিড গান নিয়েও৷

পাথিরানার ডেলিভারির গতি ঠিক হলেও বলটি বৈধ না-হওয়ায় এটি রেকর্ড হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ কারণ পাথিরানার ডেলিভারিট ওয়াইড দিয়েছেন আম্পায়ার৷ তবে বলটি বৈধ না-হলেও গতির নিরিখে শ্রীলঙ্কার তরুণ ফাস্ট বোলার ছাপিয়ে গিয়েছেন প্রাক্তন পাক এই পাক পেসারকে৷

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্যাসিনো কাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা