অস্ট্রেলিয়ান ওপেন

সেমিতে ফেদেরার-জোকোভিচ লড়াই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১০:৪২| আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১২:০৯
অ- অ+

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য কামব্যাক রজার ফেদেরারের। পাঁচ সেটের ম্যারাথন লড়াই জিতে সেমিফাইনালে জায়গা করে নেন ফেডেক্স। অন্যদিকে, অনায়াসে ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নেন জোকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনে অবিশ্বাস্য কামব্যাক রজার ফেদেরারের। সাতটা ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে উঠলেন বিশটা গ্র্যান্ডস্লামের মালিক। পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে আমেরিকার স্যান্ডগ্রেনকে হারান সুইস তারকা। কোয়ার্টার ফাইনালে প্রথম সেট জিতলেও দ্বিতীয় আর তৃতীয় সেট হেরে চাপে পরে গেছিলেন ফেডেরার। চতুর্থ সেটে সাতটা ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ম্যাচ নির্ণায়ক সেটে টেনে নিয়ে যান ফেডেক্স। শেষ সেট ৬-৩ গেমে জিতে বাজিমাত করেন রজার ফেডেরার। খেলার ফল ফেডেক্সের পক্ষে ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬(৮), ৬-৩।

সেমিফাইনালে সুইস তারকার সামনে সাতবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নোভাক জোকোভিচ। অনায়াসে শেষ আটের বাধা টপকান সার্বিয়ান তারকা। মিলোস রাওনিককে স্ট্রেট সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন গতবারের চ্যাম্পিয়ন।

(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা