বিসিবির অভ্যর্থনায় বিস্মিত টাইগার যুবারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫১
অ- অ+

স্বপ্নের বিশ্বকাপ সাথে নিয়ে বুধবার বিকেল ৫টায় দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তার আগেই উৎসবে মাতোয়ারা গোটা দেশ। বিশ্বজয়ী ক্রিকেটাররা মিরপুর স্টেডিয়ামে এসে পৌঁছালে সেই উৎসব মহাসমুদ্রে রূপ নেয়। তবে এতো জমকালো অভ্যর্থনা কল্পনাও করতে পারেনি বিশ্বজয়ী ক্রিকেট দলপতি আকবর আলী।

প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ঠোঁট লাগানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ। শুধু বয়সভিত্তিক দলই নয়, আইসিসির কোনো মেগা ইভেন্টে এটাই সবচেয়ে বড় সাফল্য। যে কারণে মনে রাখার মত কিছু একটা করে দেখাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে সহযোগিতার হাত বাড়িয়েছে সাধারণ ক্রিকেট সমর্থকরাও।

সবমিলিয়ে গোটা ঢাকা হয়ে উঠেছিল উৎসবের শহর। বিমানবন্দর থেকে মিরপুর স্টেডিয়াম পর্যন্ত বিশ্বকাপজয়ী দলের বাসের সাথে যোগ দিয়েছিল কয়েক হাজার মোটরসাইকেল। মিরপুরে তখন অপেক্ষারত অন্তত হাজার পাঁচেক সমর্থক। এমন ভালোবাসায় সিক্ত হয়ে অধিনায়ক আকবর আলী বলেন, ‘আমরা জানতাম কিছু একটা হতে পারে। কিন্তু এতো বড় কিছু হবে সেটা কখনোই আমাদের প্রত্যাশা ছিল না। আসলেই অবিশ্বাস্য।’

বিশ্বকাপজয়ী দলের সদস্যরা বিসিবিতে পৌঁছানোর পর লাল গালিচা অভ্যর্থনা জানানো হয় বোর্ড থেকে। এরপর খেলোয়াড়দের খানিক বিশ্রামের সুযোগ দিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কেক কাটার পর উঁচিয়ে ধরা হয় বিশ্বকাপের ট্রফি। এরপর প্রায় ৩০ মিনিট ধরে চলে প্রেস কনফারেন্স।

সেখানেই গণমাধ্যমকে আকবর বলেন, ‘আমরা যখন বিশ্বকাপে গেছি তখন আমরা বলেই গিয়েছিলাম যে ফাইনাল খেলার টার্গেট নিয়ে আমরা বিশ্বকাপে যাচ্ছি। সেটা পূরণ করতে পেরেছি বলে সন্তুষ্ট আমরা। আর সমর্থকদের কাছ থেকে যেটা প্রত্যাশা, বাংলাদেশের ক্রিকেটের জন্য সকলের আবেগ অনেক বেশি। সব সময় তারা যেমন সমর্থন করে আসছেন আমাদের, সেই সমর্থনটা প্রত্যাশা করবো।’

অনূর্ধ্ব-১৯ দল বিশ্বজয়ের স্বাদ পেলেও এখনই হাওয়ায় গা ভাসাতে নারাজ টাইগার দলপতি আকবর। বলেন, ‘সে রকম কিছু না। একটু অন্যরকম লাগছে শুধু, যেহুতু এটা একটা বড় অর্জন। সবার কাছ থেকে যেভাবে সাড়া পাচ্ছি সেটা একটু অন্য রকম। দেখা যাক আগামীতে কি হয়।’

(ঢাকাটাইমস/১৩ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা