মেসি যখন পেছনের নায়ক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৯
অ- অ+

ম্যাচের আগেই কিকে সেতিয়েন বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন লিওনেল মেসিকে বিশ্রাম দিতেই হবে। নতুন বার্সা ম্যানেজারের এহেন মন্তব্যের কারণ একটাই, ‘লিওর উপরে অস্বাভাবিক চাপ পড়ে যাচ্ছে।’

সেতিয়েন যাই বলুন, মেসিকে ছাড়া যে বার্সা ম্যাচ বার করতে পারছে না, তা শনিবারও প্রমাণ হল। ক্যাম্প ন্যুতে লা লিগায় বার্সা ২-১ গোলে গেতাফেকে হারাল। গোল পাননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু তাঁর পাস থেকেই ৩৩ মিনিটে বার্সা ১-০ গোলে এগিয়ে যায়। এমনকি তার ৬ মিনিট পরে সের্গি রবের্তোর গোলেও মেসির অবদান। ম্যাচে বার্সার দাপট থাকলেও ৬৬ মিনিটে পরিবর্ত হিসেবে নামা গেতাফের আঙ্খেল রদ্রিগেস একটি গোল শোধ করেন।

গেতাফের বিরুদ্ধে জিতলেও লা লিগা টেবলে বার্সা গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দু’নম্বরেই থেকে গেল। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫২। বার্সারও তাই। তবে জিনেদিন জিদানের দল একটা ম্যাচ (২৩) কম খেলেছে।

রবিবার রিয়াল খেলবে সেল্টা ভিগোর বিরুদ্ধে এবং এই ম্যাচে সম্ভবত চোট সারিয়ে মাঠে ফিরবেন এডেন হ্যাজার্ড। বার্সার জন্য খারাপ খবর, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে লেফ্ট-ব্যাক জর্ডি আলবার মাঠ থেকে বেরিয়ে যাওয়া।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা