চুয়েটে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৫
অ- অ+

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন-চুয়েটের উপাচার্য রফিকুল আলম, ছাত্রকল্যাণ পরিচালক মশিউল হক।

কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- আরেফীন সাকিব, আলী নেওয়াজ নবীন, ফরহাদ শাহী আফিন্দি, আশফাকুল আলম শাবাব প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন জামাল উদ্দিন আহম্মদ, রেজিস্টার (অতি: দায়িত্ব) ফারুক-উজ-জামান চৌধুরী, উপ-ছাত্রকল্যাণ পরিচালক আরাফাত রহমান ও হুমায়ুন কবির, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দীন প্রমুখ।

উপাচার্য রফিকুল আলম বলেন, ‘সড়ক দুর্ঘটনারোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববান হতে হবে। এ লক্ষে ব্যাপক সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। কারণ প্রতিদিন সড়ক দুর্ঘটনায় আমাদের দেশে জান-মালের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমাদের চুয়েট পরিবারও নানা সময় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। তাই আমাদের সকলকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ভয়াবহতা রোধ করতে হবে।’

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও থেকে ছিনিয়ে নেওয়া সৌদি রিয়াল উদ্ধার, ছয়জন আটক
দ্বিতীয় পর্বের সপ্তম দিনের বৈঠক চলছে, এজেন্ডা নির্বাচনী এলাকা, তত্ত্বাবধায়ক সরকার
আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার
২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চাকরি প্রত্যাশীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা