সিরাজদিখানে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ২০:১৪

সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৭৩২ ফুট তার ও তিনটি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য এক লাখ ৯৮ হাজার ৭৯৩ টাকা। এ ঘটনায় সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার ডিজিএম (অতি. দায়িত্ব) বিজয় চন্দ্র কুন্ডু সিরাজদিখান থানায় একটি সাধার ডায়েরি করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি রাতের আধারে যেকোন মুহূর্তে এ চুরির ঘটনা ঘটেছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। থানায় দেয়া পল্লী বিদ্যুতের লিখিত আবেদন সূত্রে জানা যায়, উপজেলার সিরাজদিখান থানাধীন মালখানগর এলাকার নাটেশ্বর ৫ কেভি একটি ট্রান্সফরমার, ও একই ইউনিয়নের মালবদিয়া এলাকার ১০ কেভি একটি ট্রান্সফরমার, শেখরনগর ইউনিয়নের শেখরনগর এলাকার ১০ কেভি একটি ট্রান্সফরমার এবং নিমতলা লক্ষিবিলাশ এলাকায় ৭৩২ ফুট তার কে বা কারা চুরি করে নিয়ে যায়।

সিরাজদিখান পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার ডিজিএম (অতি. দা.) দৈনিক ঢাকা টাইমসকে বিজয় চন্দ্র কুন্ডু জানান ট্রান্সফরমার চুরি রোধে আমরা শিকল তালা, ঢাকনা ওয়েল্ডিং করণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সেই সঙ্গে গ্রাহকদের অবহিত করনের জন্য মাইকিং, লিফলেট এবং বৈদ্যুতিক সরঞ্জাম চুরি রোধে গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষে এলাকাভিত্তিক উঠান বৈঠক কার্যক্রম চলছে। এ ব্যাপারে গ্রাহক সদস্যদের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন দৈনিক ঢাকা টাইমসকে বলেন, বিষয়টি সম্পর্কে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

(ঢাকাটাইমস/৩মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :