দরজা ভাঙতেই মিলল উপসচিবের লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১৩:০৪| আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৩:৫৮
অ- অ+

রাজধানীর রমনা এলাকায় ফ্ল্যাটের দরজা ভেঙে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক উপ-সচিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. আব্দুল কাদের চৌধুরী।

বুধবার গভীর রাতে বেইলি রোডের ‘বেলি স্কয়ার’ ভবনের এক নম্বর ভবনের তিনতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বেইলি রোডে অবস্থিত ‘বেলি স্কয়ার’ এক নম্বর ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরে দরজা ভেঙে আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত আব্দুল কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন। তিনি ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন। পারিবারিক জীবনে তিনি অবিবাহিত ছিলেন। অসুস্থতাজনিত কারণে গত সাত থেকে আটদিন ধরে তিনি অফিসে যাননি। অফিসের লোকজন যোগাযোগ করলে তাকে না পেয়ে পুলিশকে অবহিত করে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

ওসি মনিরুল আরও জানান, অসুস্থতাজনিত কারণে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ পচে দুর্গন্ধ বেরোচ্ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢাকাটাইমস/৫মার্চ/এসএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের 
ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
ত্রিপুরায় রেড অ্যালার্ট, কুমিল্লায় আতঙ্কে বাড়ি ছাড়ছে গোমতীপারের মানুষ
এবার দুই মাসেরও কম সময়ে এসএসসির ফল প্রকাশ হচ্ছে: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা