জাতীয় দলের স্বার্থে আইপিএল ছাড়লেন ইংল্যান্ডের ওয়াকস

আইপিএলের ত্রয়োদশ সংস্করণের ঠিক আগে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন ইংরেজ অলরাউন্ডার৷ দেশের স্বার্থে আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোটি টাকাও জলাঞ্জলি দিলেন ক্রিস ওয়াকস৷
নিলামে দেড় কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস৷ কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিকে না খেলতে পারার কথা জানিয়ে দেন ওয়াকস৷ তাঁর পরিবর্তও খোঁজা শুরু করে দিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি৷
আসন্ন গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ওয়াকস৷ দেশের হয়ে মাঠে নামার আগে নিজেকে তরতাজা রাখতে চান তিনি৷ তবে কাগিসো রাবাদা ও ইশান্ত শর্মার চোটের পর ওয়াকসের এই সিদ্ধান্ত নিঃসন্দেহ সমস্যায় পড়বে দিল্লি ক্যাপিটালস৷
এর আগে দু’টি ফ্র্যাঞ্জাইজি কলকাতা নাইটরাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন ওয়াকস৷ ২০১৭ আইপিএল নিলামে ৪ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে এই ইংল্যান্ড অলরাউন্ডারকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা ফ্র্যাঞ্চাইজি৷ দশম আইপিএলে নাইটদের হয়ে ১৩টি ম্যাচ খেলেন ওয়াকস৷ নাইটদের হয়ে ১৩ ম্যাচে মাত্র ৪৬ রান এবং ১৭টি উইকেট নিয়েছিলেন তিনি৷ পরের বছর তাঁকে ছেড়ে দেয় কেকেআর৷ ২০১৮ আইপিএল ওয়াকসকে খেলতে দেখা যায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে৷
জাতীয় দলের হয়ে খেলা ইংল্যান্ড ক্রিকেটাররা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শেষ করে আইপিএল ২০২০ খেলার জন্য ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন৷ টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে দ্বীপরাষ্ট্রে রয়েছে ইংল্যান্ড দল৷ জো রুটের নেতৃত্ব শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের দুই টেস্টের সিরিজ শুরু গলে ১৯ মার্চ৷ দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কলম্বোয়৷
ত্রয়োদশ আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ৷ ওয়াংখেড়েয় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রানার্স চেন্নাই সুপার কিংস৷ দিল্লি ক্যাপিটলাস ত্রয়োদশ আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ ঘরের মাঠে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে৷
(ঢাকাটাইমস/০৭ মার্চ/এআইএ)

মন্তব্য করুন