জাতীয় দলের স্বার্থে আইপিএল ছাড়লেন ইংল্যান্ডের ওয়াকস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২০, ১২:৫৩
অ- অ+

আইপিএলের ত্রয়োদশ সংস্করণের ঠিক আগে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন ইংরেজ অলরাউন্ডার৷ দেশের স্বার্থে আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোটি টাকাও জলাঞ্জলি দিলেন ক্রিস ওয়াকস৷

নিলামে দেড় কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস৷ কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিকে না খেলতে পারার কথা জানিয়ে দেন ওয়াকস৷ তাঁর পরিবর্তও খোঁজা শুরু করে দিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি৷

আসন্ন গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ওয়াকস৷ দেশের হয়ে মাঠে নামার আগে নিজেকে তরতাজা রাখতে চান তিনি৷ তবে কাগিসো রাবাদা ও ইশান্ত শর্মার চোটের পর ওয়াকসের এই সিদ্ধান্ত নিঃসন্দেহ সমস্যায় পড়বে দিল্লি ক্যাপিটালস৷

এর আগে দু’টি ফ্র্যাঞ্জাইজি কলকাতা নাইটরাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন ওয়াকস৷ ২০১৭ আইপিএল নিলামে ৪ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে এই ইংল্যান্ড অলরাউন্ডারকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা ফ্র্যাঞ্চাইজি৷ দশম আইপিএলে নাইটদের হয়ে ১৩টি ম্যাচ খেলেন ওয়াকস৷ নাইটদের হয়ে ১৩ ম্যাচে মাত্র ৪৬ রান এবং ১৭টি উইকেট নিয়েছিলেন তিনি৷ পরের বছর তাঁকে ছেড়ে দেয় কেকেআর৷ ২০১৮ আইপিএল ওয়াকসকে খেলতে দেখা যায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে৷

জাতীয় দলের হয়ে খেলা ইংল্যান্ড ক্রিকেটাররা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শেষ করে আইপিএল ২০২০ খেলার জন্য ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন৷ টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে দ্বীপরাষ্ট্রে রয়েছে ইংল্যান্ড দল৷ জো রুটের নেতৃত্ব শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের দুই টেস্টের সিরিজ শুরু গলে ১৯ মার্চ৷ দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কলম্বোয়৷

ত্রয়োদশ আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ৷ ওয়াংখেড়েয় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রানার্স চেন্নাই সুপার কিংস৷ দিল্লি ক্যাপিটলাস ত্রয়োদশ আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ ঘরের মাঠে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে৷

(ঢাকাটাইমস/০৭ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা