ভিডিও কনফারেন্সে আইসিসির সভা অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৪:৫১
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গেল ২৩ মে বন্ধ হয়ে গেছে আইসিসির সদর দপ্তর। বাসা থেকে কর্মীদের কাজ করার নিদের্শ দেয় আইসিসি। তাই গতকাল নির্ধারিত আইসিসির সভাটি ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসের মধ্যে টি-২০ বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ভবিষ্যত নিয়ে বৈঠক করে আইসিসি। এ ব্যাপারে এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘গোটা বিশ্বে মহামারীর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।’

আইসিসির প্রধান নির্বাহি মনু সাহনি জানান, ‘বিশ্বজুড়ে এখন যা পরিস্থিতি, তার সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিস্তৃত ব্যবসায়ের ধারাবাহিকতা এবং আকস্মিক পরিকল্পনা অব্যাহত রেখেছি যা আমাদের দ্রুত বিকশিত বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে। যার মধ্যে আমাদের ফিরে পেতে হবে। আইসিসি বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যতের ইভেন্টগুলো নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে। চলমান বিপর্যয় সামলিয়ে কিভাবে ভবিষ্যতের সূচি করা যায় এ নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করবে আইসিসি।’

এবারের বোর্ড মিটিংয়ে গত বছরের আর্থিক হিসাব তুলে ধরা হয়। এছাড়াও জানানো হয়, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

কোন দ্বিপাক্ষীক সিরিজ বাতিল হলে কি করা হবে, এখনও কোন সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। কারণ করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে বেশ ক’টি সিরিজ স্থগিত হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা