বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান অনন্ত জলিলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ০৯:৩৬| আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৯:৪৮
অ- অ+

করোনাভাইরাসের সঙ্কট মোকাবিলায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি সাধ্যমত তার এলাকার জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী দিচ্ছেন। পাশাপাশি একাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অনন্ত জলিল বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় বিত্তবানদের নিকট আবেদন জানাচ্ছি যে, একদিন আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাব। আমাদের উর্পাজিত অর্থ ও ঔশ্বর্য কোনো কিছুই আমাদের সাথে যাবে না।’

তিনি আরও বলেন, ‘এই বিপদের সময় কর্মহীন মানুষ যাদের ঘরে খাবার নেই তাদের ঘরে কিছু না কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে পারলে তাদের মন থেকে যে দোয়া আসবে সেই দোয়া আপনার নাযাতের কারণ হতে পারে।’

দান করার বিষয়ে তিনি বলেন, ‘আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন আমি ততটুকু দিয়েই চেষ্টা করে যাচ্ছি। হেমায়েতপুরের মত ঘনবসতিপূর্ণ এলাকায় ৫০০টি পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ব্যবস্থা করেছি। বায়তুল আমান আবাসিক এলাকা, মোহাম্মদপুর, ভাসানটেক অঞ্চলে নিম্ম আয়ের ৫০০টি পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ব্যবস্থা করেছি ।

চলচ্চিত্রের ৪৮০টি পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ব্যবস্থা করেছি। এছাড়াও, সাভার থানার অধীনস্থ ১০০টি পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ব্যবস্থা করেছি।

আমি এ পর্যন্ত মোট ১৫৮০টি পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ব্যবস্থা করেছি । এছাড়াও বিভিন্ন এতিম খানার অনাথ শিশুদের খাবারের ব্যবস্থা করেছি।’

মিডিয়ার সম্মানিত ভাই-বোনদের নিকট আমার অনুরোধ, আমার এই ম্যাসেজটি মানুষের নিকট পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সহায় হন। চলচ্চিত্রেও অনেক সচ্ছল ব্যক্তি আছেন তারাও এই বিপদে মানুষের কল্যাণে আসবে বলে আমি আশা রাখি। এমন আহ্বান জানান অনন্ত জলিল।

ঢাকাটাইমস/৩১মার্চ/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্মম ঘাতক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কৌশল, বজ্রপাত নিরোধক প্রাণহানি কমাবে!
ঢাকা থেকে ওড়ার পরই তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আগুন
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা 
সৌদি বাদশাহ সালমানের খরচে এক হাজার ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা