রোনালদো নন, কাকার চোখে মেসিই সেরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৬:৩৮
অ- অ+

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? কে বড়? বিশ্বফুটবলের সবচেয়ে আলোচিত বিতর্কে এবার অংশ নিলেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার কাকা। মজা হচ্ছে, এই ব্রাজিলীয় মহাতারকা রোনালদোর সঙ্গে একই মৌসুমে রিয়াল মাদ্রিদে সই করেছিলেন। কিন্তু সেরা কে, এই প্রশ্নে কাকা সরাসরি বেছে নিলেন আর্জেন্টাইন কিংবদন্তিকে।

কাকার যুক্তি, ‘আমি ক্রিশ্চিয়ানোর সঙ্গে খেলেছি। নিশ্চিতভাবেই ও এক বিস্ময়। কিন্তু তারপরেও আমি সেরা বাছব মেসিকে। ও আক্ষরিক অর্থেই অনন্য প্রতিভা। যেভাবে মেসি খেলে তা এককথায় অবিশ্বাস্য।’

কাকা অবশ্য রোনালদোরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পর্তুগিজ মহতারকা প্রসঙ্গে তাঁর কথা, ‘ক্রিশ্চিয়ানোকে দেখে আমার মনে হয়েছে, ও আসলে একটা যন্ত্র। শুধু ওর শারীরিক গঠন, শক্তি আর গতির জন্য এটা বলছি না। খুব কাছ থেকে দেখেছি মানসিক ভাবেও ছেলেটা কতখানি শক্তপোক্ত।’

যোগ করেন, ‘সব সময় ক্রিশ্চিয়ানোকে জিততে হবে। ট্রফিও চাই। নিজেকে সেরা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। হ্যাঁ এখনও। অদ্ভুত মানসিকতা! এ সবই ক্রিশ্চিয়ানোর প্রতি মুগ্ধতা বাড়িয়ে দেয়।’

কাকার আরও মন্তব্য, ‘ফুটবলের ইতিহাস লেখা হলে অবশ্যই ওদের দু’জনকে প্রথম পাঁচজনের মধ্যে রাখতে হবে। ভাবতে পারি না, দু’জনকেই খেলতে দেখলাম আমরা। তাও একই সময়ে। সেদিক থেকে সত্যিই আমরা ভাগ্যবান।’

সোশ্যাল নেটওয়ার্কে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক। স্বদেশীয় যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্যে কে সেরা জানতে চাওয়া হলে কাকার জবাব, ‘অসাধারণ বেশ কয়েক জনের সঙ্গে খেলেছি। কিন্তু সেরা অবশ্যই রোনালদো (বড়)। ও অতুলনীয়। তবে তার পরেই থাকবে রোনালদিনহো। শুধু এক সঙ্গে নয়। মিলান (এসি), মাদ্রিদে খেলার সময় বহুবার রোনালদিনহোর বিরুদ্ধেও খেলেছি। বুঝেছি, ওই রকম ফুটবলারও খুব কম এসেছে।’

(ঢাকাটাইমস/৫ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা