পাকিস্তানে চিকিৎসকদের বিক্ষোভ, পুলিশের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৩:৪৪

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হয়নি অভিযোগ করে পাকিস্তানে বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। তাদের বিক্ষোভে হামলা চালিয়েছে পুলিশ। ১২ বিক্ষোভকারী চিকিৎসক ও প্যারামেডিককে গ্রেপ্তারও করা হয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হচ্ছে না। এই অভিযোগে দেশটির কোয়েটায় বিক্ষোভে নামেন স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্যসেবার সাথে নিয়োজিতরা বলছে তারা ঝুঁকিতে আছে, কারণ তারা এমন রোগীর সংস্পর্শে আছেন যাদের টেস্ট করা হয়নি।

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা যথেষ্ট মাস্ক ও অন্যান্য সরঞ্জাম দিয়েছে। এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় শনাক্ত হয়েছে ৩৮৬৪ জনের এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের।

ঢাকা টাইমস/০৭এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :