টিভির পাঠদান সম্প্রচারে ক্রটি সারানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ২২:৫৫

করোনাভাইরাসের কারণে চলমান ছুটিতে মাধ্যমিক স্তরে সংসদ টিভিতে পাঠদান সম্প্রচার ক্রটিপূর্ণ হওয়ায় তা সমাধানের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'মাউশির আওতাধীন সব আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সবার অবগতিতে জানানো হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষায় সংসদ বাংলাদেশ টেলিভিশনে নির্দিষ্ট একাডেমিন ক্যালেন্ডার অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠাদন কর্মসূচি চলমান রয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা আমাদের উৎসাহিত করেছে।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'ইতিমধ্যে দেশের কোনো কোনো স্থানে সংসদ টেলিভিশনে পরিষ্কার দেখা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বলা হয়েছে, এম পরিস্থিতিতে মাউশির অধীন কর্মকর্তারা স্থানীয় কেবল অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাহায্য নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেবেন। যেহেতু সংসদ টেলিভিশনে প্রাথমিক পর্যায়ের শ্রেণি পাঠদানও প্রচারিত হবে তাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেও এসব সমস্যা সমাধান করা যেতে পারে।'

তবে কোনোভাবেই এসব সমস্যা সমাধান করা সম্ভব না হয় তবে তার কারণ ও সংশ্লিষ্ট এলাকার নাম উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মাউশিতে পাঠাতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/টিএটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :