গাজীপুরে শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৭:৩৪

গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা এলাকায় শ্বাসকষ্টে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। তার দেহে করোনাভাইরাস রয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় স্বজনরা তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়। ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এছাড়াও তার বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

তিনি আরও জানান, শ্রীপুরে মোট ৩৯০ জনকে হোম কোয়ান্টাইনে রাখা হয়েছিল। পর্যায়ক্রমে ৩৮০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখনও কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়নি। এছাড়াও করোনা সন্দেহে এখন পর্যন্ত ২১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে নয়জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনও হাতে আসেনি।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :