ফ্ল্যাট থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৫:২২
অ- অ+

হায়দ্রাবাদে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো ভারতীয় দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় টেলি অভিনেত্রী বিশ্বশান্তির লাশ। শুক্রবার লাশটি উদ্ধার করে সেখানকার পুলিশ। প্রয়াত অভিনেত্রী এস আর নগর থানার অন্তর্গত এল্লা রেড্ডি ইঞ্জিনিয়ার্স কলোনিতে থাকতেন। সেখানকার একটি আবাসনের পাঁচ তলায় ছিল তার ফ্ল্যাট।

প্রতিবেশীদের দাবি, গত কয়েকদিন ধরে বিশ্বশান্তিকে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। এরপরই সন্দেহ দানা বাঁধে। প্রতিবেশীরাই স্থানীয় এস আর নগর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে ঢোকে। ইতোমধ্যে অভিনেত্রীর ফোন উদ্ধার করেছে পুলিশ। তদন্তের জন্য সেটির কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

একাধিক তেলেগু ধারাবাহিকে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী বিশ্বশান্তি। পাশাপাশি টেলিভিশন চ্যানেলে সঞ্চালনার কাজও করেছেন। তার ঘনিষ্ঠ সূত্রের খবর, গোটা ভারতে লকডাউনের কারণে আর্থিক সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন অভিনেত্রী। তবে তার মৃত্যুর কারণ ঠিক কী? স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকাটাইমস/১০এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা