জামাইসহ শ্বশুরবাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৭:৫৬ | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ১৭:৫১

টাঙ্গাইলের বাসাইলে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ঘুরাফেরার অভিযোগে নাহিদ ইসলাম নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে তাকে জরিমানাসহ পৌরসভার পশ্চিমপাড়ার আলম মিয়ার বাড়ি অর্থাৎ তার শ্বশুরবাড়িটি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার নাহিদ ইসলাম তার কর্মস্থল ঢাকার এয়ারপোর্ট থেকে তার শ্বশুর আলম মিয়ার বাড়ি বেড়াতে আসেন। করোনা পরিস্থিতিতে পরদিনই নাহিদ তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঘুনাইপাড়ায় এবং কর্মস্থল ঢাকায় যাতায়াত করেন। এ বিষয়ে স্থানীয়রা তার সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তাকে জরিমানাসহ বাড়িটি লকডাউন করা হয়।

ঢাকাটাইমস/১৩এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :