ফোনে থ্রিডি ডিসপ্লে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ১৯:৪১
অ- অ+

এই প্রথম থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোন আনল শাওমি। মডেল মি নোট টেন লাইট। এই ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহৃত হয়েছে।

মিডরেঞ্জ সেগমেন্টের নতুন এই ফোন বৃহস্পতিবার বাজারে এসেছে।

অ্যামোলিড ডিসপ্লের এই ফোনে স্ন্যাপড্রাগন ৭৩০জি মডেলের চিপসেট থাকছে। রয়েছে চারটি ক্যামেরা ও ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং। তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। একই ইভেন্ট থেকে বৃহস্পতিবার লঞ্চ হয়েছে রেডমি নোট নাইন।

মি নোট ১০ লাইটের দাম ৩৪৯ ইউরো। বেস ভেরিয়েন্টে ৬ র‌্যাম ও ৬৪ জিবি রম রয়েছে। আরেকটি ভার্সনে আছে ১২৮ জিবি রম। এছাড়াও ৮ জিবি র‌্যামে ফোনটি পাওয়া যাবে।

ফোনটিতে ৬.৪৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড ডিসপ্লে ব্যবহৃত হয়েছে।

এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্ষার আগমনী বার্তায় নৌকা তৈরিতে ব্যস্ত কারিগরেরা
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
ডিসি-এসপিকে সরিয়ে ভোটকেন্দ্র নির্ধারণে আবারও ইসির একক কর্তৃত্ব
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পাল্টে দিল আমলাতন্ত্র!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা