মাগুরায় স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২০, ২৩:৪৪

মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩০ বছর বয়সী এক কর্মচারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার শরীরে উল্লেখযোগ্য কোন উপসর্গ নেই।

মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লূর রহমান জানান, গত ২৫ এপ্রিল যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের এক ইমাম এ কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা দেন। ২৬ এপ্রিল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ হয়। এ ঘটনায় একইদিন এ কমপ্লেক্সের ১৪ কর্মকর্তা কর্মচারীর নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ থেকে আসা রিপোর্টে ওই নমুনাগুলোর মধ্যে এ কমপ্লেক্সের এক কর্মচারীর নমুনায় করোনা পজিটিভ এসেছে। কমপ্লেক্সের ভেতরে থাকা ওই কর্মচারীর স্টাফ কোয়ার্টার লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওই কোয়ার্টারে বসবাসকারীসহ আক্রান্ত কর্মচারীর সংস্পর্শে আসা আরো ১০ জনের নমুনা সংগহ করে পরীক্ষার জন্য আজ শুক্রবার খুলনা মেডিকেল কলেজ গবেষণাগারে পাঠানো হয়েছে। আক্রান্ত এ ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। নতুন এ আক্রান্ত নিয়ে মাগুরায় বৃহস্পতিবার পর্যন্ত শনাক্ত করোনা রোগীর মোট সংখ্যা ৫ জনে দাঁড়ালো।

(ঢাকাটাইমস/১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :