কর্মহীন হাজার পরিবারের পাশে এলডিপির সেলিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২০, ১৯:৩৫
অ- অ+

সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের নেতা ও এলডিপি (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। বলেছেন, এই ভয়ংকর মহামারিতে দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবিলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছেন। তামাশা করে এত বড় বিপর্যয় ঠেকাতে পারবে না।

শনিবার নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৩ নম্বর ভাদুর ইউনিয়ন ও ৮ নম্বর করপাড়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সেলিম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তার অংশ হিসেবে প্রায় এক হাজার অসহায় পরিবারে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

দেশে ত্রাণ চুরির ঘটনায় সরকারের গৃহীত ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ত্রাণসামগ্রী নিয়ে যদি কেউ নয়-ছয় করে, তাদেরকে জেলে পাঠানো হবে। চোররা দলীয় লোক হওয়ার কারণে কাউকে জেলে পাঠানো হচ্ছে না। এতে করে জনমনে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।’

সেলিম বলেন, ‘দেশে অদ্ভূত সরকার, যাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। করোনাভাইরাসে আক্রান্ত এবং হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার পদক্ষেপ না নিয়ে লকডাউন শিথিল করেছে।’

এলডিপি নেতা বলেন, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষকে খাদ্য সহায়তা দিতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজার হতদরিদ্র লোকজনসহ দলের অসহায় নেতাকর্মীদের বাড়িতে এ খাদ্য সামগ্রী পৌঁছানো হবে।

এলডিপির মহাসচিব বলেন, আমরা অসহায় মানুষদের নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিতে তিনি সব রাজনৈতিক নেতার প্রতি আহ্বান জানান। যারা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও করপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম ডিহিদার, সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, করপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু পাটোয়ারী, ভাদুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবলুসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতারা।

(ঢাকাটাইমস/০২মে/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেদিন দূরে নয়, যখন আমরা দেশের সমুদ্রসীমার বাইরেও নিরাপত্তা দিতে পারবো: এম সাখাওয়াত হোসেন
সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে
দাবি বাস্তবায়নের আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
সাতক্ষীরায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা