কর্মকর্তার করোনা শনাক্তের পর বিচলিত ট্রাম্প!

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ মে ২০২০, ০৮:২৩
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক সামরিক কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুষড়ে পড়েছেন বলে খবর দিয়েছে সিএনএন।

সংবাদমাধ্যমটি বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে বলেছে, নৌবাহিনীর এলিট শাখার সদস্য ওই কর্মকর্তা হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও তার পরিবারের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োজিত। সম্প্রতি তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

সিএনএন বলছে, প্রেসিডেন্ট পরিবারের ঘনিষ্ট ওই কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পেরও সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য কাজ করে আসছিলেন।

এদিকে কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার খবর জানার পর ট্রাম্প কিছুটা বিচলিত হয়ে যান বলে জানিয়েছে সিএনএন। এক বিবৃতিতে ওই কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

(ঢাকাটাইমস/০৮মে/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
মেঘনা ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা