ভেজাল সেমাই বানিয়ে আক্কেল সেলামি দিল ব্যবসায়ী

তামিম ইসমাইল, (শিবচর) মাদারীপুর থেকে
  প্রকাশিত : ১৮ মে ২০২০, ২২:৪৪
অ- অ+

মাদারীপুরের শিবচরে ভেজাল সেমাই তৈরির করায় ফটিক মোল্লা নামের এক কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১৮ মে বিকেলে উপজেলা বন্দোরখোলা ইউনিয়নের শিকদারহাট এলাকায় উপজেলা সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন। একইসঙ্গে কারখানাটি সিলগালাও করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জানান, গোপন সংবাদে খবর নিরাপদ খাদ্য পরিদর্শক ফজলুল হক ও শিবচর থানার সহকারী উপ পরিদর্শক হেলালকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এসময় কারখানার মালিক ফটিক মোল্লাকে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান বলেন, অভিযানের পর সকল মালিকদের সতর্ক করে দেওয়া হয় পরবর্তীতে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে এবং অবৈধ কারখানা পরিচালনা করলে জেল ও জরিমানা করা হবে এবং কঠিন শাস্তি প্রদান করা হবে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এ‌জেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা