করোনা থেকে সুস্থ প্রায় ২৫ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ০৯:০১| আপডেট : ২৮ মে ২০২০, ০৯:১৬
অ- অ+

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ লাখ ৯৭ হাজার ৬১৮ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ১৩০ জন, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৪৭ হাজার ১০১ জন, ফ্রান্সে ৬৬ হাজার ৫৮৪ জন। ইরানে সুস্থ হয়েছেন এক লাখ ১১ হাজার ১৭৬ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ২২ হাজার ৭৯৩ জন। ব্রাজিলে সুস্থ হয়েছেন এক লাখ ৬৬ হাজার ৬৪৭ এবং রাশিয়ায় এক লাখ ৪২ হাজার ২০৮ জন করোনা জয় করেছেন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৬২ হাজার ৮০০।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৭ হাজার ৪৩২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৮৯ হাজার ৫৭১ জন। অপরদিকে ২৪ লাখ ৯৭ হাজার ৬১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ঢাকা টাইমস/২৮মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা