মৎস ও প্রাণিসম্পদের কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ১২:৪০
অ- অ+

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. ইফতেখার হোসেন। বৃহস্পতিবার তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানিয়েছেন, কয়েকদিন জ্বর ছিল তার। পরে গত ২৪ মে করোনা পরীক্ষা করান। পরদিন ফলাফলে করোনা পজিটিভ আসে। বর্তমানে ইফতেখার বাসাতেই আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হন। তিনিও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মধ্যেও সরকারের কিছু জরুরি দপ্তর খোলা রাখা হয়। তার মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও ছিল।

ইফতেখার হোসেন জানান, তিনি স্বাস্থ্য বিধি মেনে এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে অফিস করছিলেন। কিন্তু তারপরও কোথা থেকে কীভাব সংক্রমণের শিকার হয়েছেন বুঝতে পারছেন না।

তার বাসায় বাকিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে ফলাফল এখনো আসেনি।

(ঢাকাটাইমস/২৮মে/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা