ফরিদপুরে করোনায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো পাঁচে

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২০, ১৯:১২
অ- অ+

ফরিদপুরে তিন উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান জেলার ভাঙ্গা উপজেলার এক গার্মেন্ট ব্যবসায়ী জুয়েল মাতব্বর (৫০)।

তার বাড়ি উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদীয়া গ্রামে। তিনি ভাঙ্গা বাজারের জুয়েল গার্মেন্ট্স-এর সত্ত্বাধিকারী ছিলেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ফুসফুসে ক্যান্সারজনিত সমস্যা নিয়ে ভর্তি হন। ওইদিন সন্ধ্যায় মারা যান তিনি।

জেলার এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গত দশ দিনে জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সুর্যোগ গ্রামে লুৎফর রহমান (৫০), চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মুক্তিযোদ্ধা মিলু মিয়া, ভাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম এবং আলফাডাঙ্গা মানসিক ভারসাম্য এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্ব্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসীন উদ্দিন ফকির বলেন, বৃহস্পতিবার সকালে ওই ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করে ফমেকে পাঠানো হয়। কিন্তু করোনা পরীক্ষার রেজাল্টের আগেই তাকে দাফন শেষ করা হয়।

প্রসঙ্গত, ফরিদপুর জেলায় নয় উপজেলাতে এ পর্যন্ত ২৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, অন্যদিকে ৩৯ জন রোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। বাকি রোগীদের নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা