মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে আইজিপির শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৭:৫০
অ- অ+

বেসরকারি টেলিভিশন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রবিবার বিকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো শোক বার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

আইজিপি বলেন, ‘মোস্তফা কামাল ছিলেন একজন গুণী ও খ্যাতিমান নির্মাতা। টেলিভিশন অনুষ্ঠানকে জনগণের মাঝে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি অনবদ্য ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে কর্মকালীন সময়ে তিনি অনেক সাড়া জাগানো অনুষ্ঠান নির্মাণ করেছেন। যা আজও মানুষের হৃদয়ে ভাস্মর হয়ে আছে। তাঁর মৃত্যুতে আমাদের সম্প্রচার জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।'

এসময় আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এর আগে ১১মে অসুস্থ হলে মোস্তফা কামালকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি ইন্তেকাল করেন।

মোস্তফা কামাল সৈয়দ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা।

(ঢাকাটাইমস/৩১মে/এসএস/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা