কুমিল্লায় পল্লী বিদ্যুতের ক্রেন উল্টে শ্রমিক নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২০, ১২:২৭
অ- অ+

কুমিল্লার সদর দক্ষিণে পল্লী বিদ্যুতের কনস্ট্রাকশন ফার্মের ক্রেন উল্টে চাপা পড়ে হেদায়েত উল্লাহ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। মঙ্গলবার সকালে সদর দক্ষিণের মোহনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হেমায়েত লালমাই উপজেলার দক্ষিণ চনগাঁও গ্রামের আবদুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্র ও বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমেদ জানান, খুঁটি বসানোর জন্য কনস্ট্রাকশন ফার্মের একটি ক্রেন শ্রমিক নিয়ে কুমিল্লা-নোয়াখালী রেললাইনের দিকে যাচ্ছিল। মোহনপুর এলাকায় যাওয়ার পর ক্রেন উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়েন ছয় শ্রমিক। তাদের মধ্যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আর হেদায়েত উল্লাহ দীর্ঘক্ষণ নিচে চাপা পড়ে থাকেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশটি উদ্ধার করে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান জানান, কুমিল্লা-নোয়াখালী রেললাইনের কাছে খুঁটি বসানোর জন্য ক্রেনটি যাচ্ছিলো। প্রাথমিকভাবে জেনেছি চালকের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে।

ঢাকাটাইমস/২জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ
সারা বিশ্বে মা দিবস পালিত হয় যে নারীর কারণে
চাঁদপুরে তাল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
পথে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল, এপ্রিলে ঝরল ৫৮৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা