গোপালগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ১৬:১৩

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এর সংখ্যা দাঁড়ালো ২৪২ জনে। শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতু শনাক্তদের মধ্যে কাশিয়ানী উপজেলার আটজন, গোপালগঞ্জ সদর উপজেলাযর সাতজন, টুঙ্গিপাড়ার তিনজন ও মুকসুদপুরের দুইজন ।

তিনি আরো জানান, জেলা থেকে এ পর্যন্ত মোট ৩২১৮ জনের নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে মোট শনাক্ত ২৪২ জনের মধ্যে মুকসুদপুরে মুকসুদপুর থানার ১৮ পুলিশ ও এক চিকিৎসকসহ ৫৬ জন, কাশিয়ানীর একটি প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকসহ ৫৬ জন, গোপালগঞ্জ সদর উপজেলার চার চিকিৎসকসহ ২৯ জন, টুঙ্গিপাড়া উপজেলার ৩৫ জন ও কোটালীপাড়ার এক চিকিৎসক ও একজন নার্সসহ ৪৬ জন রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২০ জন। মৃত্যু হয়েছে একজনের।

ঢাকাটাইমস/৫জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :