চীনা প্রেসিডেন্ট মনে করে কিমের ছবি পোড়ালেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২০, ১১:২২
অ- অ+

কোথায় ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল, কোথায় বেইজিং আর কোথায় পিয়ংইয়ং! চিনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে ইতিহাস-ভূগোল মিলিয়ে ফেললেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা ও তার অনুসারীরা।

লাদাখে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাদের নিহত হওয়ার ঘটনায় ফুঁসছে ভারত। চারিদিকে বিক্ষোভ। চীনা পণ্য বয়কটের ডাক ক্রমশ জোরালো হচ্ছে। এই ক্ষোভের জের ধরে আসানসোল বিজেপি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি পোড়াতে গিয়ে আগুন দিয়ে দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের ছবিতে। খবর দ্য ওয়ালের।

টুইটারের এক ভিডিওতে দেখা গেছে, আসানসোলের দক্ষিণ-১ মণ্ডলের বিজেপি সভাপতি পরিচয় দিয়ে গণেশ মান্ডি নামের এক ভদ্রলোক বলছেন, 'লাদাখের ঘটনার বিরুদ্ধে আমরা মিছিল বের করেছি। আমরা এবার চীনের প্রধানমন্ত্রী কিম জনের ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ জানাব।'

গণেশ এও বলেন, 'সাধারণ মানুষের কাছে আবেদন– চীনা পণ্য বর্জন করুন। স্বদেশী পণ্য ব্যবহার করুন।' তারা সবাই মিলে চীনকে অর্থনৈতিকভাবে দূর্বল করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

স্বাভাবিকভাবেই কিমকে চীনের প্রধানমন্ত্রী বলা নিয়ে হাসাহাসি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।তবে আসানসোলের অন্যান্য বিজেপি নেতারা বলছেন, সেনাদের রক্ত দেখলে কোনো সাচ্চা দেশপ্রেমীর মাথার ঠিক থাকে না। এসব হতেই পারে।

ঢাকা টাইমস/১৯জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে জনগণ কখনো মাফ করবে না: দুদু
আওয়ামী লীগের উচিত ভারতে রাজনীতি করা: জাগপা
মোতাওয়াল্লিরা ওয়াকফ এস্টেটের মালিক নন, তারা ব্যবস্থাপক মাত্র: ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ডে সাধারণ পাইলট প্রশিক্ষণ ১৯৬০ সালের বিমান দিয়েও হয়: প্রিয়তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা