জাতিসংঘে বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধবিরতি প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ১৮:২৪| আপডেট : ০২ জুলাই ২০২০, ১৮:২৭
অ- অ+

করোনাভাইরাস মহামারি মোকাবিলা করার জন্য বিশ্বের সব সংঘাত এবং গোলযোগপূর্ণ এলাকায় অবিলম্বে যুদ্ধবিরতি পালনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে।

কয়েক মাস ধরে চলা আলোচনার পর বুধবার পাস হওয়া প্রস্তাবে সংঘাতে লিপ্ত সব পক্ষকে অবিলম্বে আগামী অন্তত ৯০ দিনের জন্য মানবিক যুদ্ধবিরতি পালন করতে আহ্বান জানানো হয়েছে। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় মানবিক সহায়তা যাতে নিরাপদে সরবরাহ করা যায় সেজন্য এ যুদ্ধবিরতি পালনের কথা বলা হয়েছে।

ফ্রান্স এবং তিউনিসিয়ার মাধ্যমে উত্থাপিত এ খসড়া প্রস্তাবে বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় বিশেষ করে সিরিয়া, ইয়েমেনে, সুদান এবং কঙ্গোতে অবিলম্বে যুদ্ধবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

তবে আইএস ও আল কায়েদার বিরুদ্ধে সামরিক অভিযানের ক্ষেত্রে এ প্রস্তাব কার্যকর হবে না। করোনাভাইরাসের মহামারি শুরু হওয়ার পর এই প্রথম জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের সমর্থনে সংস্থাটির নিরাপত্তা পরিষদ এ ধরনের প্রস্তাব পাস করলো।

ঢাকা টাইমস/০২জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা