মেয়ে অলিম্পিয়ার সঙ্গে আমাদের নতুুন জীবন শুরু: বোল্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ১৩:৪২| আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৪:৪৩
অ- অ+

কন্যা সন্তানের বাবা হয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় সদ্যজাত সন্তানের ছবিও শেয়ার করেছেন তিনি। অলিম্পিক্সে ৮টি সোনাজয়ী উসাইন বোল্ট নিজের মেয়ের নাম রেখেছেন অলিম্পিয়ালাইটনিং বোল্ট। পাশাপাশি অলিম্পিয়ার মা তথা নিজের বান্ধবী ক্যাসি বেনেটকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গতির সম্রাট।

গত ১৪ জুন কন্যাসন্তানের বাবা হন অলিম্পিক্সে ১০০ মিটার, ২০০ মিটার, রিলে মিলিয়ে আটটি সোনার মালিক তথা কিংবদন্তী স্প্রিন্টার উসেইন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় বোল্ট লিখেছেন, ‘মেয়ে অলিম্পিয়া লাইটনিং বোল্টের সঙ্গে শুরু আমাদের জীবনের নতুন অধ্যায়।’

বোল্টের সদ্যজাত মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস চোখে পড়ার মতোই। ভক্তদের অনেকেই অলিম্পিয়াকে ‘২০৪০ অলিম্পিক্সে পদক জিততে’ দেখা যাবে বলে আশা করেছেন।

২০১৭ সালে ট্র্যাক থেকে অবসর নেওয়ার পর অল্প সময়ের জন্য ফুটবলের ময়দানে দেখা গিয়েছিল বোল্টকে। পরে সেখান থেকেও সরে যান তিনি। আপাতত পরিবারের সঙ্গেই অবসর জীবন কাটাচ্ছেন বিশ্বের দ্রুততম মানব।

(ঢাকাটাইমস/০৯ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা