নরসিংদীতে আড়িয়াল খাঁ নদে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ২০:৩৬

নরসিংদীর বেলাবতে গোসল করতে নেমে আড়িয়াল খাঁ নদের পানিতে ডুবে লিজা আক্তার (১২) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার বোন রিমা আক্তার (১০)।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানের চর গ্রামে আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে।

নিহত লিজা আক্তার দেওয়ানের চর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও রিমা আক্তার দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। তারা দেওয়ানের চর গ্রামের গাংকুলপাড়া এলাকার কুদ্দুছ মিয়ার মেয়ে। চরউজিলাব ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া জানান, দুপুরে বাড়ির অদূরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে দুই বোন লিজা আক্তার ও রিমা আক্তার। এসময় নদীর স্রোতে ছোট বোন রিমা আক্তারকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে ডুবে যায় বড় বোন লিজা আক্তারও। টের পেয়ে নদীতে গোসল করতে আসা অন্যান্য লোকজন দুইবোনকে উদ্ধার করে। ঘটনাস্থলেই লিজা আক্তার মারা যায়। গুরুতর আহত অবস্থায় রিমা আক্তারকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছে পুলিশ।

(ঢাকাটাইমস/৯জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :