সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি'র মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১০:৩৬
অ- অ+

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

শোকবার্তায় শিল্পমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ প্রতিষ্ঠায় সাহারা খাতুন এমপি'র অপরিসীম ত্যাগ ও গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

শিল্পমন্ত্রী বলেন, "অ্যাডভোকেট সাহারা খাতুন আজীবন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন পরীক্ষিত সৎ, বিনয়ী, পরোপকারী ও কর্মীবান্ধব রাজনীতিবিদ। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ সব ধরণের সহযোগিতা করেছেন। তাঁর মতো একজন দক্ষ, নিবেদিতপ্রাণ জননেতার মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়"।

শিল্পমন্ত্রী মরহুমা সাহারা খাতুন এমপি'র রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/১০ জুলাই/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা