লঞ্চডুবির মামলায় দুই চালক রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ১৮:১৯
অ- অ+

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জন নিহত হওয়ার মামলায় এমভি ময়ূর-২ এর দুই চালক শিপম হাওলাদার ও শাকিল হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এ রিমান্ডের আদেশ দেন।

অন্যদিকে এদিন একই বিচারক লঞ্চটির মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদের জামিনের আবেদন নামঞ্জুর করেছে।

দুই চালককে মামলার তদন্ত কর্মকর্তা নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে অ্যাডভোকেট শাহ জালাল রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

একই আইনজীবী মালিকের জামিনের আবেদন করেন। যার ওপর শুনানির পর বিচারক নাকচ করেন।

এর আগে বুধবার সকালে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে দুই চালককে গ্রেপ্তার করা হয়।

মামলাটিতে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ এবং সুপারভাইজার আব্দুস সালাম রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। মাস্টার আবুল বাশার মোল্লা তিন দিনের রিমান্ডে রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ সদরঘাটে পৌঁছানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। দুর্ঘটনায় মর্নিং বার্ডের ৩৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরের দিন গত ৩০ জুন রাতে নৌ-পুলিশের সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন: এমভি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ (৩৩), মাস্টার আবুল বাশার মোল্লা (৬৫), জাকির হোসেন (৩৯), ইঞ্জিনচালক শিপন হাওলাদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও সুকানি হৃদয় (২৪)।

(ঢাকাটাইমস/১৫জুলাই/আরজেড/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা