বিশ্ব ক্রিকেটে স্টোকসের মতো কেউ নেই: গম্ভীর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১৩:৩৮

বিশ্ব ক্রিকেটেও বেন স্টোকসের ধারে-কাছে কোনও অলরাউন্ডার নেই। ইংল্যান্ডের অলরাউন্ডারকে এভাবেই প্রশংসায় ভাসালেন ভারতেকর সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

এক টিভি অনুষ্ঠানে গম্ভীরের সোজাসাপ্টা, ‘এই মুহূর্তে আপনি ভারতের কারও সঙ্গে বেন স্টোকসের তুলনা করতে পারবেন না। কারণ বেন স্টোকস নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছে।’ এখানেই শেষ নয়। স্টোকসের সংযোজন, ‘টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে ও যা করেছে, তাতে ভারতের কেউ স্টোকসের পাশে তো নেই-ই, এমনকী এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে ওর ধারে-কাছে কেউ নেই।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি তিন টেস্টের সিরিজে দুরন্ত ছন্দে আছেন স্টোকস। ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই দারুণ পারফর্ম করছেন। সেই প্রসঙ্গ টেনে এনে গম্ভীর বলেছেন, ‘স্টোকস ম্যাচে যেমন প্রভাব ফেলতে পারে, তেমন ক্রিকেটার সবাই নিজের লাইন-আপে রাখতে চায়। বেন স্টোকসের মতো ক্রিকেটারকে টিমে পাওয়া যে কোনও ক্যাপ্টেনের কাছে স্বপ্ন। ব্যাটিং হোক, বোলিং হোক বা ফিল্ডিং, সব বিভাগেই ও নিজের ছাপ রাখে।’

সদ্য টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছেন স্টোকস। গত বছর ইংল্যান্ডকে ওয়ান ডে বিশ্বকাপ জেতানোর নেপথ্যে বিশাল বড় ভূমিকা ছিল তার। অ্যাসেজেও ছিলেন দুরন্ত। আবার চলতি সিরিজে প্রথম টেস্টে ইংল্যান্ড টিমকে নেতৃত্বও দিয়েছেন, জো রুট না খেলায়।

স্টোকসের নেতৃত্ব নিয়ে গম্ভীরের বক্তব্য, ‘নেতা হয়ে উঠতে গেলে সব সময় টিমের ক্যাপ্টেন হওয়ার প্রয়োজন পড়ে না। নিজের পারফরম্যান্স দিয়েই কেউ কেউ প্রকৃত নেতা হয়ে ওঠে।’ স্টোকসকে সেই দলেই রাখেন গম্ভীর।

ইংল্যান্ড অলরাউন্ডারকে নিয়ে এতটাই মুগ্ধ গম্ভীর, যে বলতে ছাড়েননি, ‘অনেকেই বেন স্টোকসের মতো হতে চায় বলে আমার মনে হয়। তবে দুর্ভাগ্যের হল, বিশ্ব ক্রিকেটে স্টোকসের মতো আর কেউ নেই।’

(ঢাকাটাইমস/২৮ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :