স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১৫:০৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ সারিতে ফেরি পারাপারের অপেক্ষা করছে শত শত যানবাহন। তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মঙ্গলবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব যানবাহনের সংখ্যা দীর্ঘ হচ্ছে। এদিকে দৌলতদিয়া ঘাট এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি লোড-আনলোডে সমস্যা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাটুরিয়া-আরিচা সংযোগ মোড়েই শিবালয় থানা পুলিশ পণ্যবাহী ট্রাক আটকে দিচ্ছে। আর পাটুরিয়া প্রান্তে শতাধিক বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে।

যশোরগামী এস ডি পরিবহনের যাত্রী হাফিজুর রহমানের বলেন, ‘সকাল থেকে বাসে বসে আছি। অনেক গরম বাইরেও যাচ্ছি না করোনার কারণে। শুনেছি নদীতে অনেক পানির স্রোত আর দৌলতদিয়া ঘাটে কয়েকটি ফেরিঘাট ব্যবহার করা যাচ্ছেনা। এমন পরিস্থিতি কষ্ট হলেও মেনে নিতে হবে।’

দর্শণাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাস চালক সোহেল হোসেন বলেন, ‘সকাল ৬টার দিকে ঘাটে এসেছি। এখন দুপুর ১টা বাজলেও ফেরির দেখা পাইনি।’

গাজিপুর থেকে ট্রাক ভর্তি ফ্রিজ নিয়ে আব্দুর রহমান নামে এক ট্রাকচালক যাবেন কুষ্টিয়া। তিনি বলেন, ‘দুই দিন আগে পাটুরিয়ায় এসেছেন তিনি। এখনো নদী পার হতে পারেনি। ঈদের বাজারে ফ্রিজের চাহিদা বেশি থাকায় ডিলাররা খুব চাপ দিচ্ছেন। কখন পার হবো তারও ঠিক নাই।’

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, ‘সকাল থেকে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে দৌলতদিয়া ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় পকেট দিয়ে ফেরি লোড আনলোড করা হচ্ছে। ফলে পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি ঘাটের অভাবে ভীড়তে পারছে না।’

(ঢাকাটাইমস/২৭জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :