নিশো-মেহজাবিনের ‘একাই একশো’

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ১১:২৫

এই শহরে বসবাসের জন্য আদর্শ বাসা নিয়ে অভিযোগ আর অসহায়ত্বের সীমানা নেই ভাড়াটিয়াদের। এসব মেনে নিয়েই শহরের মানুষগুলো জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ব্যতিক্রম শুধু জনপ্রিয় নাট্য অভিনেতা আফরান নিশো। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বাড়িওয়ালাদের সঙ্গে এভাবে পরাজিত হয়ে আর নয়। তিনি একাই একশ। তাই বাকি জীবনটা নিজের গাড়িতেই কাটিয়ে দেবেন। সেখানে তার নিত্য প্রয়োজনীয় সব জিনিসই থাকবে।

সিএমভি প্রযোজিত বৃত্তের বাইরের এমন এক গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন নাট্যকার মিজানুর রহমান আরিয়ান। গল্পটাও তার লেখা, নাম ‘একাই একশো’। চলতি সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। সেখানে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় নাট্য তারকা মেহজাবিন চৌধুরী। এই জুটি একসঙ্গে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন।

নতুন নাটকটি প্রসঙ্গে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ভাড়া বাসার বিড়ম্বনার নানা ঘটনা থেকেই গল্পটি মাথায় আসে। যেমন দেয়ালে পেরেক মারা যাবে না। রাত ১১টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। এসব তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাসা ছেড়ে নিজের গাড়িতে অবস্থান নেয়া এক যুবকের গল্প এটি। কাজটি এই সপ্তাহেই শেষ করলাম। আমার মনে হচ্ছে, একটু ভিন্ন কিছু হবে। মানে বেশ মজা পাবেন দর্শকরা।’

নির্মাতা আরও জানান, ‘নাটকে আফরান নিশোর ভ্রাম্যমাণ বাসার ঠিকানা হলো স্থানীয় সৌচাগার থেকে এক মিনিট দূরত্বে। কারণ, তার গাড়িতে সব থাকলেও টয়লেট নেই। সে জন্যই বুদ্ধি করে টয়লেটের কাছাকাছি তার গাড়িটি পার্ক করা। এভাবে নিজ গাড়িতে ভালোই চলছিল এই বিদ্রোহীর জীবন। বিপত্তি হলো তার জীবনেও একটি প্রেম আসে। কিন্তু গাড়িতে তো দুজনের থাকার ব্যবস্থা নেই! যে নিজেকে এতদিন একাই একশ ভাবছিল, তার প্রেমের পরিণতি কী হবে? তারই উত্তর মিলবে নাটকের শেষে।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদের অনুষ্ঠানমালায় আগামী ৩ আগস্ট রাত সাড়ে ৮টায় ‘একাই একশো’ নাটকটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে প্রচারিত হবে। এর একঘণ্টা বাদে অর্থাৎ রাত সাড়ে ৯টায় সিএমভি’র ইউটিউব চ্যানেলেও মুক্তি পাবে।’

ঢাকাটাইমস/২৯জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

‘বাণিজ্যিক সিনেমার নির্মাতাদের অনুদান দিলে চলচ্চিত্র এগিয়ে যাবে’

যে পানীয়র গুণে ৫০ বছরেও এত মোহময়ী মালাইকা অরোরা

অস্কারজয়ী বাঙালি নির্মাতা সত্যজিৎ রায় সম্পর্কে কতটুকু জানেন

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক

সুবর্ণা মুস্তাফার স্বামীর সঙ্গে প্রেমের গুঞ্জন! যা বললেন নীলাঞ্জনা

শাকিব খান কি সত্যি তৃতীয় বিয়ের পথে? যা জানালেন আরশাদ আদনান

আমরা কি শ্রমিকদের সঠিক মর্যাদা দিতে পারছি?

মেয়ের বয়স ১১ মাস, এবার ছেলের বাবা হলেন চিত্রনায়ক রোশান

মে দিবসে দেখতে পারেন শোষিত মানুষের এই তিন সিনেমা

কনসার্টে নাচছেন ট্রাম্প-রবীন্দ্রনাথ, মূল ভিডিওটি আসলে কার?

এই বিভাগের সব খবর

শিরোনাম :