হাতিয়ায় জাহাজডুবিতে তিন নাবিক নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ২৩:১৪

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় তিন নাবিক নিখোঁজ রয়েছে। মেঘনার চরে আটকা পড়েছে আরও দুই জাহাজ।

এদিকে মাছ ধরার নৌকাডুবির ঘটনায় মাঈন উদ্দিন (৬০) এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর পৃথক এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

নিহত মাঈন উদ্দিন হাতিয়া উপজেলার পশ্চিম বিরবিরি এলাকার ফকির আহমদের ছেলে।

জানা গেছে, সকাল ১০টার দিকে সিরাজ মাঝির একটি মাছ ধরার নৌকা নিয়ে মেঘনা নদীতে যায় ১৬ জন জেলে। দুপুরের দিকে পূর্ব মেঘনা নদীতে বৈরি আবহাওয়ার কারণে ডুবে যায় নৌকাটি। পাশের একটি ট্রলারের সহযোগিতায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও মাঈন উদ্দিন নিখোঁজ ছিল। এর কয়েক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় মাঈন উদ্দিনের লাশ উদ্ধার করে জেলেরা।

এদিকে ভোরে নলচিরাঘাট-ভাসানচরের মধ্যবর্তী এলাকায় চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসে নরসিংদী জেলার পলাশ উপজেলার দেশ বন্ধু সুগার মিলের চিনি তৈরীর কাঁচামালবোঝাই করা জাহাজ আন নুর-১, বাংলার সৈনিক-৩ ও গ্রীন পদ্মা-২।

বাংলার সৈনিক-৩ এর সারেং আবদুর রহিম জানান, ১ হাজার মেট্রিক টন চিনি তৈরীর কাঁচামাল নিয়ে আন নুর-১ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসার পর সকাল পৌণে ১০টার দিকে হাতিয়ার মেঘনার সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে পৌঁছানোর পর প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে জাহাজটির তলদেশ ফেটে গিয়ে ডুবে যায়। এতে ১৩ জন নাবিকের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও তিন নাবিক নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, এদিকে ১ হাজার ২৫০ মেট্রিক টন চিনি তৈরীর কাঁচামাল নিয়ে বাংলার সৈনিক-৩ ও ১ হাজার ২০০ মেট্রিক টন কাঁচা মাল নিয়ে গ্রীন পদ্মা-২ চট্টগ্রাম বন্দর থেকে সকাল ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা ১১টার ভাসান চর ও হাতিয়ার নলচিরা ঘাটের মাঝামাঝি এলাকায় পৌঁছানোর পর প্রবল ঢেউয়ের তোড়ে পড়ে জাহাজ দুটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে জাহাজগুলো বাতাস ও স্রোতের কবলে পড়ে চরে আটকা পড়ে। তবে ২টি জাহাজে ২৫ জন নাবিক সবাই নিরাপদে রয়েছেন।

কোস্টগার্ড হাতিয়া স্টেশান কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া জানান, জাহাজ ডুবি ও জাহাজ আটকা পড়ার বিষয়টি শুনেছেন। তবে বিস্তারিত কোন তথ্য দিতে পারেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মাছ ধরা নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :