ভেনিজুয়েলায় দুই সাবেক মার্কিন সেনার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ০৯:২৪| আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১১:৪৬
অ- অ+

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাতের লক্ষ্যে ব্যর্থ অভ্যুত্থানের দায়ে দুই সাবেক মার্কিন সেনাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ভেনিজুয়েলার একটি আদালত। দেশটির সিনিয়র অ্যাটর্নি তারেক উইলিয়াম সাব এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

সিনিয়র অ্যাটর্নি তারেক উইলিয়াম সাব বলেন, লিউক ডেনম্যান ও আইরান বেরি নামে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীর সাবেক দুই সদস্যকে এই দণ্ড দেয়া হয়। আদালতে ওই দুই সাবেক সেনা সদস্য স্বীকার করেছেন যে, তারা ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে অভিযান চালাতে চার মাস ধরে প্রচেষ্টা চালিয়েছেন।

আদালতের নির্দেশে এখন এই দুই সাবেক মার্কিন সেনার প্রত্যেককে আলাদা আলাদা ২০ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

গত মে মাসের গোড়ার দিকে ভেনিজুয়েলার সেনাবাহিনী দেশটির সরকারের বিরুদ্ধে এক অভ্যুত্থান প্রচেষ্টা রুখে দেয়। ওই প্রচেষ্টার পরিকল্পনাকারীরা ভেনিজুয়েলার কয়েকটি সেনা ঘাঁটিতে অনুপ্রবেশ করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এভাবে সামরিক ঘাঁটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এক পর্যায়ে প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার ও হত্যা করা হবে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, পরিকল্পনার ত্রুটি, ভেনিজুয়েলার সরকার বিরোধী নেতাদের মধ্যে মতপার্থক্য এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রশিক্ষণ ও সমন্বয়ের অভাবে অভ্যুত্থান প্রচেষ্টাটি ব্যর্থ হয়ে যায়।

গত বছর নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো। এমন ঘোষণার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র গুয়াইদোকে স্বীকৃতি দিলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। রাজনৈতিক টানাপড়েনে মাদুরো এখনো শক্ত হাতে ক্ষমতা ধরে রেখেছেন।

ঢাকা টাইমস/০৯আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা