এক গোলে লুকাকুর দুই রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১৭:০১
অ- অ+

গেল মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেন স্ট্রাইকার রোমেলু লুকাকু। ইন্টারে যোগ দিয়ে নিজের কারিশমা অব্যাহত রেখেছেন তিনি। সদ্য শেষ হওয়া সিরি ‘আ’ লিগে ৩৬ ম্যাচে ২৩ গোল করেন।

লিগ শেষে ইউরোপাতেও ফর্ম অব্যাহত রেখেছেন লুকাকু। গত রাতে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-১ ব্যাবধানের জয়ে এক গোল ছিল তার। এই এক গোলেই রেকর্ড বইয়ে দুই জায়গায় নাম লেখান লুকাকু।

ইউরোপা লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন লুকাকু। এর আগে ২০০৫ সালে নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেন শিয়েরা টানা ৮ ম্যাচে গোল করেছিলেন। শিয়েরার সেই রেকর্ড ভেঙ্গে নয়া ইতিহাসের জন্ম দেন লুকাকু।

এছাড়া চলতি আসরে ইন্টার মিলানের হয়ে টানা ছয় ম্যাচে গোল করেছেন লুকাকু। ইন্টারের হয়ে টানা ছয় ম্যাচে গোল করতে পারেননি কোন ফুটবলার।

চলতি মৌসুমে ইন্টারের জার্সি গায়ে ৪৯ ম্যাচে ৩১ গোল করেছেন লুকাকু। ২০০৯-২০১০ মৌসুমে স্যামুয়েল ইতোর পর ইন্টারের হয়ে এক মৌসুমে ৩০ এর বেশি গোল করার নজির গড়লেন লুকাকু। ইন্টারের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৩৭ গোল করেছিলেন ইতো। সেটি ভাঙতে আরও ৭টি গোল করতে হবে ২৭ বছর বয়সী লুকাকুকে।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা