দিনাজপুরে করোনায় আরও দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০, ২২:০৫

দিনাজপুরে রবিবার করোনায় আরও দু'জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। আর করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। জেলায় ২৪ ঘণ্টায় আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ২৪৮৪ জন। রবিবার ৭৬ জনসহ জেলার করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮০১ জন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর এবং বিকালে করোনায় দু'জনের মৃত্যু হয়েছে। মৃত এক ব্যক্তির নাম সাদেকুল ইসলাম (৫০)। তার বাড়ি সদর উপজেলায়। তিনি গত ১১ আগস্ট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। অন্যদিকে মৃত আরেকজন মনসুর আলী (৮০)। তার বাড়ি কাহারোল উপজেলায়। তিনিও ১১ আগস্ট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, রবিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জেলার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭টি নমুনা পজিটিভ এসেছে। পজিটিভ রিপোর্টগুলোর মধ্যে সদরে ২৫ জন, বিরলে একজন ও বীরগঞ্জে একজন রয়েছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :