উলিপুরে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাপায় সামিয়া আক্তার নামে এক বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় চালক আশরাফুল ইসলাম পালিয়ে গেলেও ট্রাক্টরটিকে আটক করেছে স্থানীয় জনতা।
ওই গ্রামের সাজু মিয়ার স্ত্রী বিথী বেগম ঘটনার কিছুক্ষণ আগে তার মেয়ে সামিয়াকে কোলে নিয়ে বাড়ির সামনে রাস্তায় বের হন। এ সময় দ্রুত গতিতে ইট বোঝাই ট্রাক্টরটি পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের পেছনের অংশের ধাক্কায় শিশুটি তার মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে। এরপর ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনা দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিকে ধাওয়া দিলে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। ট্রাক্টরটি সাদুল্ল্যা চাচিয়ার পাড় গ্রামের ইউনুস আলীর ছেলে শামীমের বলে স্থানীয়রা জানিয়েছেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/কেএম)

মন্তব্য করুন