তামিম-মুশফিকের প্রশংসায় ম্যাকেঞ্জি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ১১:৫০

ব্যাটিং পরামর্শক হিসেবে টাইগারদের সাথে কাজ করেছেন প্রায় দুই বছরের মত। নেইল ম্যাকেঞ্জির সংস্পর্শে স্কিল ও মানসিকতার উন্নতি হয়েছে প্রায় সব ব্যাটসম্যানেরই। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দারুণ প্রভাব বিস্তার করা এই কোচ পারিবারিক কারণে ইস্তফা দিয়েছেন চাকরি থেকে। সাবেক হওয়া এই টাইগার ব্যাটিং কোচ জানালেন ট্রেনিং সেশনে ব্যাটসম্যানদের ছাড়িয়ে যাওয়ার মানসিকতা মুগ্ধ করেছে তাকে।

মুশফিকুর রহিম বরাবরই ক্লাসের সেরা ছাত্র, সবচেয়ে পরিশ্রমী তো বটেই। টাইগার শিবিরের পরামর্শক হিসেবে সেটি কাছ থেকে দেখে গেছেন ম্যাকেঞ্জিও। মুশফিকের পরিশ্রমকে একজন কোচের স্বপ্ন বলেও আখ্যা দিলেন সাবেক প্রোটিয়া তারকা ব্যাটসম্যান। এদিকে নিজের অভিজ্ঞতার আলোকে তামিম ইকবালকে মূল্যায়ন করতে গিয়ে বলেছেন তামিম নিজেকে বোঝেন বেশ ভালোভাবে।

সম্প্রতি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য প্রয়োজন ভিত্তিক ট্রেনিং জরুরী কী না জানতে চাইলে ম্যাকেঞ্জি বলেন, ‘আমি মনে করি না এটা প্রয়োজন ভিত্তিক প্রশিক্ষণ, আমি মনে করি এটি শুধু ব্যক্তিগত প্রস্তুতি। আপনি জানেন তামিম ও মুশফিকের মত ক্রিকেটাররা সম্ভবত এসবের সাথেই থাকেন। তারা অনেক বেশিই প্রশিক্ষণ নেয়, এটা ভালো দিক।’

তামিম সম্পর্কে ৪৪ বছর বয়সী এই প্রোটিয়া আরও যোগ করেন, ‘তামিম শুধু ভালো অনুভব করার জন্য প্রচুর ট্রেনিং করে, সে জানে কখন ভালো ব্যাটিং করবে, তার কি প্রয়োজন, কত বল হিট করতে হবে। সুতরাং সে নিজের খেলা বোঝার দিক থেকে সত্যি অসাধারণ।’

এদিকে মুশফিকের পরিশ্রমের কথা অজানা নয় কারোরই। টাইগারদের সদ্য বিদায়ী ব্যাটিং কোচ যোগ করলেন কতটা স্মার্টলি সেটি করে মিস্টার ডিপেন্ডেবল, ‘আমি মনে করি মুশফিকের মত একজন শুধু কাজই ভালোবাসে। সে প্রচুর পরিশ্রম করে আর সেটা স্মার্টলি। আমি তাকে কখনোই কড়া মেজাজে যেতে দেখিনি। সে সবসময় এমনভাবে ট্রেনিং করে যেখানে নিজেকে ছাড়িয়ে যেতে চায়। আর এটি একজন কোচের জন্য স্বপ্ন।’

‘প্রতিটি ক্রিকেটার নূন্যতম এক শতাংশ হলেও উন্নতির চেষ্টা করছিল, আপনি জানেন এটা একটা আদর্শ পরিস্থিতি। আমি মনে করি ঐ ছেলেদের বড় ব্যাপার হল তাদের প্রস্তুতি। তারা পরদিন কিংবা পরের সিরিজে কাদের বিপক্ষে খেলবে সেভাবে প্রস্তুতি নিতে চায়।’

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :