১১৬৩ কোটি টাকার সার কেনার প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৪
অ- অ+

এক হাজার ১৬৩ কোটি টাকার সার কেনার তিনটি প্রস্তাবসহ ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়। সভা শেষে অর্থমন্ত্রী অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের জানান, আজকের ক্রয় সংক্রান্ত সভায় ১০ প্রস্তাব উত্থাপিত হলে ১০টি প্রস্তাবই অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৭৯৫ কোটি ১৬ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক ১ দশমিক ৫০ লাখ মেট্রিকটন টিএসপি সার ৪০০ কোটি ২৬ লক্ষ ৯৯ হাজার ৫৮৫ টাকায় OCP, মরক্কো হতে আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

আরেকটি ক্রয় প্রস্তাবেও সায় দেয়া হয়েছে। সেটি হলো কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক ২ দশমিক ১০ লাখ মেট্রিকটন ডিএপি সার ৬৯৫ কোটি ৬৮ লক্ষ ৬৯ হাজার ৮১৫ টাকায় OCP, মরক্কো হতে আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কাফকো থেকে ত্রিশ হাজার মেট্রিকটন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৮ কোটি ৫২ লক্ষ ২৭ হাজার ৯৩৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, বাজার ও চাহিদা দুইয়ের মাঝে যাতে কোন সাংঘষিক না হয় এসব বিষয় সম্পূর্ণ লক্ষ রেখেই সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/জেআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা