‘তৃণমূল কমিটিতে স্বজনপ্রীতি বরদাস্ত করা হবেনা’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৫ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘আমার জীবদ্দশায় আমি দলের ত্যাগী তৃণমূল নেতাকর্মীদের সামনে এনে দিয়ে যাব। তাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের পরিকল্পনায় ইউনিট কমিটিগুলো পূণর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগকে সমন্বিত করে ইউনিট কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে। কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে কোনো ব্যক্তি পছন্দ বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। সংগঠনের ক্ষেত্রে কোনো ব্যক্তি পছন্দ থাকতে পারে না।’

গত ১২ সেপ্টেম্বর নগর আওয়ামী লীগের ৪৩ ওয়ার্ডজুড়ে বৃক্ষচারা বিতরণ কর্মসূচিতে প্রধান বক্তা হিসিবে মেয়র এসব কথা বলেন।

মেয়র নাছির উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, ‘আমি জনগণের খেদমতে নিয়োজিত ছিলাম। করোনা অনেক নেতারাই ঘর থেকে বের হয়নি। আমি সমস্ত শহরের অসহায় হতদ্ররিদ্রের দুয়ারে দুয়ারে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। আমার কর্মীরাও দিনরাত যথাযথ তদারকি করেছেন।’

তিনি আরও বলেন, ‘কই তখন তো আমি কারো বিরদ্ধে বিষোদগার করিনি। আমি নিজে করোনাভাইরাসে আক্রান্তের ভয়ে চুপ হয়ে থাকিনি। আজ আমি যে কাজ করেছি, তারই সুফল নগরবাসী পাচ্ছে। নগরবাসী জানেন, বৈশ্বিক মহামারীর শুরু থেকে নগরবাসীর পাশে ছিলাম। ইনশাহআল্লাহ, আগামীতেও আমার প্রিয় নগরবাসীর পাশে থাকবো।’

মেয়র বলেন, ‘পিসি রোড ছাড়াও আরো অনেক রাস্তার ভাল কাজ হয়েছে, সবুজায়ন হয়েছে সারা শহরে , ডাস্টবিন কমিয়ে আনা হয়েছে, শহরকে বাস যোগ্য করা হয়েছে। এছাড়া, সারা শহরে লাইটিং হয়েছে, আয়বর্ধক প্রকল্প গ্রহন করা হয়েছে, রাস্তার আইল্যান্ডগুলো এবং গোলচত্বরগুলো নান্দনিক করা হয়েছে। কিন্তু কিছু লোক তা দেখে না।’

তিনি বলেন, ‘পিসি রোডের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি কাজটুকু নভেম্বরে শেষ হবে। সেটা আমি নিজেই বলেছিলাম, যা বিভিন্ন মিডিয়াতে আছে। করোনার কারণে পাঁচ মাস কাজ বন্ধ ছিল যার ফলে পিসি রোডের কাজে বিলম্ব হয়। তা আমার নগরবাসী জানেন। কিন্তু এই বিষয় নিয়ে কেউ আলোচনা করিনা। আমরা আছি কি কি হয় নাই সেইটা নিয়ে।’

তিনি নগরবাসীকে বলেন, ‘আসুন, আমরা একে অপরের বিষোদগার না করে নগর উন্নয়নে ঝাপিয়ে পড়ে বাসযোগ্য নগর উপহার দেই।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র নাছির উদ্দীন বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শিক কর্মী হতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য জাতির জনক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার পদাঙ্ক অণুসরণ করে চলেছেন।’

অনুষ্ঠানে চট্টগ্রামের লালখান বাজার এলাকার বাসিন্দা ইলিয়াছ বলেন, ‘চসিকের সদ্য সাবেক সফল মেয়র নাছির উদ্দিনের করে যাওয়া উন্নয়ন কাজ নিয়ে আমরা কেউ কথা বলি না। আমরা আছি সমালোচনায়। বুঝতে হবে পাঁচ বছর আগের চট্টগ্রাম কেমন ছিল আর বর্তমান চট্টগ্রাম কেমন। অর্থাৎ সদ্য বিদায়ী এ মেয়র ২০১৫ থেকে দায়িত্ব পালনের পর এ পর্যন্ত আমরা কি কোন পরিবর্তন লক্ষ্য করি না?’

চকবাজারের আনিস চৌধুরী বলেন, ‘যদি আমরা টিনের চশমা পড়ে থাকি, তাহলে আমাদের চোখে উন্নয়ন চোখে পড়বে না। আমরা আছি কিভাবে সমালোচনা করে একজন সফল মেয়রকে দুর্ণামের কোঠায় ফেলা যায় সেই চিন্তায়।’

চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১২ নং সরাইপাড়া ওয়ার্ড, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন- উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ সম্পাদক হোসেন, কার্যনির্বাহী সদস্য বেলাল আহমেদ, খুলশী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোমিনুল হক, লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহমেদ, সাধারণ সম্পাদক দিদারুল মাসুম, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক নুরুল আমিন ও যুগ্ম আহ্বায়ক লুৎফুল হক।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :