শিহাবের ‘আড়াল’-এ মডেল দীপান্বিতা

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩২
অ- অ+

এ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী শিহাব শিপন। সম্প্রতি তিনি ‘আড়াল’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। এটির গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালকও। গানটি নিয়ে নির্মিত হয়েছে সুন্দর একটি মিউজিক্যাল ফিল্ম। সেখানে মডেল হিসেবে অভিনয় করেছেন শোবিজের পরিচিত মুখ দীপান্বিতা রায়। তার সঙ্গে জুটি বেঁধেছেন শিমুল।

‘আড়াল’ মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান আজাদ। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এটির শুটিং হয়েছে। নতুন এ গান প্রসঙ্গে শিল্পী শিহাব শিপন বলেন, ‘নিজের করা কথা ও সুরে গান গাওয়ার আলাদা একটা আনন্দ আছে। খুব যত্নের সাথে আমি গানটির মিউজিক কম্পোজ করেছি। আশা করি, দর্শক-শ্রোতা গানটি খুব পছন্দ করবেন।’

নির্মাতা আসাদুজ্জামান আজাদ বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে গিয়ে মিউজিক্যাল ফিল্মটি একটু ভিন্ন ধারায় নির্মাণ করার চেষ্টা করেছি। কেবল গান নয়, এর উপর ভিত্তি করে নির্মিত গল্পটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। সেজন্য গানের পাশাপাশি সংযোজিত হয়েছে ডায়লগ ও ঘটনা। ফলে ‘আড়াল’ গানটি একটি পরিপূর্ণ ফিল্ম হয়ে উঠেছে। এই আড়ালে লুকানো ভালোবাসা ও রহস্যের গল্প নিয়ে দৃশ্যায়ন করেছি কাজটি।’

মডেল দীপান্বিতা রায় বলেন, ‘আসাদুজ্জামান আজাদ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। খুবই আন্তরিকতার সঙ্গে তিনি কাজটি করেছেন। আমরাও তাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছি। সহশিল্পী শিমুলও কাজটির ব্যাপারে খুব আন্তরিক ছিল। মিউজিক্যাল ফিল্মটি নিয়ে আমরা খুবই আশাবাদী। বিশেষ করে গানটির কথা এবং তার সঙ্গে সঙ্গতিপূর্ণ গল্পটি প্রেম, রোমাঞ্চ আর রহস্য নিয়ে নির্মিত হয়েছে। আশা করি, মিউজিক্যাল ফিল্মটি দর্শকপ্রিয়তা পাবে।’

‘আড়াল’ মিউজিক্যাল ফিল্মটি আজ সোমবার বিকাল পাঁচটায় ড্রিম স্টার এন্টারটেইনমেন্ট (Dream Star Entertainment DSE) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানান পরিচালক আসাদুজ্জামান আজাদ।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বিগত ৩ নির্বাচনকে ‘ভালো’ সার্টিফিকেট দেয়া পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা