প্রতিদিন ৯০ মিনিট কিমের মহত্ত্ব পড়তে হবে শিশুদের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:০২| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:১৬
অ- অ+

উত্তর কোরীয় নেতা কিম জং উনের মহত্ত্ব সম্পর্কে দেশটির শিশুদের প্রতিদিন ৯০ মিনিট করে পড়তে হবে। কিম কতটা মহান তা কবিতা-গানের মাধ্যমে প্রতিদিন পড়বে দেশটির শিশুরা। নতুন শিক্ষা কারিকুলামে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কিমের সম্পর্কে উত্তর কোরিয়ার প্রি-স্কুলের শিক্ষার্থীদের এমন শিক্ষা দেয়ার পরামর্শ দেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। এটির নাম দেওয়া হয়েছে গ্রেটনেস এডুকেশন। সিউলের উত্তর কোরিয়াভিত্তিক ওয়েবসাইট এনকে এই খবর দিয়েছে।

উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে ২৫ আগস্ট। ঘোষণার পাশাপাশি বলা হয়েছে, দেশের প্রতি অনুরাগ, ভক্তি বাড়ানোর কারণেই এই পরিকল্পনা করা হয়েছে। যাতে সাধারণ মানুষের মধ্যে ছোট থেকেই দেশের প্রতি অনুরাগ তৈরি হয় তাই এই ব্যবস্থা।

এই মহত্ত্ব প্রচারক পাঠে বলা হয়েছে, কিম জং উন ছোটবেলা থেকেই অত্যন্ত প্রতিভাবান ছিলেন। তাঁর বুদ্ধির তারিফ করে দেশের শিশুদের উদ্বুদ্ধ করার কাজ করবে উত্তর কোরিয়ার সরকার।

ঢাকা টাইমস/২১সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা